(রায়গঞ্জের
জীবন কথা)
----------------------------------------------------------------------------------------
সুধী,
অতি আনন্দের
সাথে জানাচ্ছি
যে, www.raiganjlife.in শুরু করতে
চলেছে ছোটোদের জন্য
নতুন পেজ
– “নাচে, গানে
,ছন্দে, আঁকায়, বক্তব্যে,
অভিনয়ে – রায়গঞ্জের
ছোটোদের পাতা”। রায়গঞ্জের
ছোটো ছেলে
মেয়েদের শিল্প স্বত্বা
আমরা তুলে
ধরতে চাই
আমাদের ওয়েব সাইটের
মাধ্যমে।
প্রতিমাসের শেষ সপ্তাহে আপনাদের সন্তানদের
শিল্প-কর্ম
আমরা প্রকাশ
করবো – “রায়গঞ্জের
ছোটোদের পাতায়”।
প্রতিমাসের ২৫ তারিখের মধ্যে
আপনাদের সন্তানদের
শিল্প-কর্ম
আমাদের কাছে পাঠিয়ে
দেবেন, ডিজিট্যাল
ফরম্যাটে,
raiganjlife@gmail.com এই ই-মেলে, সাথে
উল্লেখ করতে হবে
অংশগ্রহনকারীদের
নাম, ঠিকানা,
বয়স।
এই বিভাগটি
শিশু বিভাগ
থেকে অষ্টম
শ্রেণীর পাঠরত ছাত্র-ছাত্রীদের
মধ্যে সীমাবদ্ধ।
অংশগ্রহনকারীদের প্রতিভার
বিকাশ, উৎসাহ প্রদান
এবং তাঁদের
শিল্প সত্ত্বাকে
জনসাধারণের
কাছে তুলে
ধরা আমাদের
মূল লক্ষ্য।
“ছোটোদের আত্মপ্রকাশের
মঞ্চে” অংশগ্রহন সম্পূর্ণ বিনামূল্যে।
আপনাদের সহযোগিতা
আমাদের পথ চলাকে
সুদৃঢ় করবে এই
প্রত্যাশা
রইল।
নমষ্কারান্তে –
Jayanta
Rakshit
Founder,
www.raiganjlife.in